||যেদিন অন্ধকার এলো||

Antara Kundu
1 min readDec 19, 2019

--

Source

যেদিন অন্ধকার এলো,
পরম আরামে মাথা রাখলাম তার কোলে,
“ধাঁধায় ছিলাম, আলো দাও।” — আমি বললাম।

যেদিন অন্ধকার এলো,
দশটি তারা ঘিরে রইলো সন্ধ্যে থেকে রাত,
একটির চোখে জল। আমি হাসলাম।

যেদিন অন্ধকার এলো,
জটিলকে প্রত্যাখ্যান করলাম অনায়াসে,
বৃষ্টি, কাগজের নৌকো, প্রথম প্রেম, ভালো লাগা গান — আমি বাছলাম।

যেদিন অন্ধকার এলো,
যাকে খুঁজি, সে কই? আসতে পারেনি বুঝি,
আর কি দেখা হবে? আমি কাঁদলাম।

যেদিন অন্ধকার এলো,
রাতপাখি উড়িয়ে নিয়ে চললো আমায়,
সকালের রোদ্দুর এসে দেখলো, আমি নেই।

- অন্তরা (অগাস্ট 4, 2019)

--

--

Antara Kundu
Antara Kundu

No responses yet