|| আমাদের কথা ||
1 min readFeb 13, 2019
চ', মূর্তি নদী হেঁটে পেরোই।
স্রোত বড় কম নয়।
জলের নীচে রঙিন পাথর
কুড়োই তোতে-আমায়।
কাটলো কি পা? রক্ত কেন?
একটু সামলে চল।
হাত বাড়ালাম, বেশ করে ধর,
মেঘের গল্প বল।
জানিস, আকাশ আমার বন্ধু ছিল,
সেই কবেকার কথা।
মাদুর পাতা ছাদের মাঝে,
তারার ভিড়ে মাথা।
তুই তখনো ক্রিকেট খেলিস,
অন্য জেলায় বাড়ি।
তোর মেঘ আর আমার মেঘে
অনেক ছাড়াছাড়ি।
তারপর এক ভীষণ ঝড়ে
আমরা কাছাকাছি।
তোর চশমায় আকাশ মাখা,
"চ' বন্ধু হয়ে বাঁচি।"
বললি যখন, হাত বাড়ালি,
আমি হলাম পাখি।
আয়, মূর্তি নদীর কাঁচ পাথরে
ফের একসাথে পা রাখি।