ব্রুটাস
Face Man And Woman Free Stock Photo — Public Domain Pictures
রাগ ভাঙ্গাব না। মন জানাব না।
বলো কেন বা ভাঙ্গাব ভুল?
সবই তো আলেয়া, পথ মরীচিকা,
শেষে কেই বা পেয়েছে কূল?
কোথা কার সাথে, ঠোঁটে ঠোঁট রেখে,
তুমি ভুল আলো খুঁজে ফেরো।
আমার আকাশে জোছনা বিছানো,
কেন দর কষাকষি কর?
সমুদ্রফেন জল চারিদিকে,
কেউ ডোবে কেউ ভাসে,
ঘুড়ি ঘুড়ি কাটে, ছুরি কত হাতে,
দেখ, কাঁদিয়ে কত কে হাসে।
এত কিছু মাঝে আঙ্গুল ফেরালে,
এই পাশে ছিলে, এই উঠে গেলে,
অনাবিল গিয়ে নামটি লেখালে,
ব্রুটাসের মত ওদের ঐ দলে।
আরে, আমি জুলিয়াস সীজার নাকি?
তর্জনী তুলে মরে যাব নাকি?
নাকি গিয়ে তব কানটি ধরে,
ঘাড়ে কটা মাথা হিসেব করে
চোখ রাঙাব? ধুর কি হবে!
তোমার ঐ পা ফের ফসকাবে।
বরং, অথৈ জলে নেমেই দেখি,
আবাহন করি কালবৈশাখী,
দেখি, কেমন সে ঝড়, কেমন বন্যা,
আমিও তো নই সহজ কন্যা।
আলো তোমারও হস্তে আসুক,
সস্তা না হোক, কষ্টে আসুক,
কিই বা কষ্ট? একটা জীবন,
রাস্তা শেষেও রাস্তা আসুক।
কচুরী তোমার খাস্তা আসুক,
পিৎজাসহ পাস্তা আসুক।
হায়, আমার চোখে ভুলভুলাইয়া,
পথ খুঁজে পাই পথ হারাইয়া।
এমনি চলুক। সামনে শ্মশান,
পৌঁছে গেলেই সব অবসান।
বেস ক্যাম্পে উঠছে সবাই,
মজিয়াছে মন ট্রেকের নেশায়।
চল, এগিয়েই দেখি, কদ্দুর যাই…?
অন্তরা (12-May-2023)