||তোমার কথা||

Antara Kundu
1 min readDec 19, 2019

--

কাঠের শরীর তোমার, প্রিয় মানব,
বুকের পাশে গভীর ফাটল,
জলের অভাবে রুক্ষ বাকল,
বাহু জুড়ে বোলতার চাক,
অথচ আঙ্গুলের ফাঁকে সবুজ কচি পাতা…

মেঘ নিংড়ে জল দি তোমায় রোজই,
মন নিংড়ে আদর মাখি ঠোঁটে,
কংক্রিট ঘষে ক্লান্ত তোমার শিকড়, প্রিয় মানব,
ফুল না পেলেও চলবে আমার, জেনো…

(Let’s keep this one incomplete, say what? 😊 Written by me for no reason, on Oct 26, 2019.)

--

--

Antara Kundu
Antara Kundu

No responses yet