|| তার-ই কথা ভাবতে ভাবতে ।।
1 min readApr 21, 2019
তার-ই কথা ভাবতে ভাবতে
চাদরমাখা সকাল হাসছে,
ইলশেগুড়ি রোদের ফালি মশারিটার গায়ে।
রাস্তা ধোঁয়া জ্যাম যে ভারী,
চটজলদি আপিস পাড়ি,
মন রাস্তায় খামখেয়ালি হাঁটছে একটা মেয়ে।
পালক পালক দুপুর টা আজ,
কাজের ফাঁকে কাব্যি মেজাজ,
বিকেল হলেই ছুটবে মেয়ে এক আকাশের বাড়ি।
সাঁঝ নামলো ঝর্ণা হয়ে,
টুকরো কথার প্রেম পেরিয়ে,
মুহূর্তরা আকাশ ছুঁতে করছে কাড়াকাড়ি।
(Originally written on Apr 21, 2011)
Here’s one more for you. :-)