।। জন্মদিনের কবিতা ।।

Antara Kundu
1 min readSep 20, 2019

--

Source: Pixabay

তোমার জীবনবোধ এতো গভীর হোক, সুপর্ণা, যাতে মৃত্যু চেতনা দ্রবীভূত হয় অনায়াসে।
সেই দ্রবণ কণ্ঠে ধারণ কর তুমি। তুমি নীলকন্ঠ।

তোমার অনুভূতির বিস্তারে
যন্ত্রনা সহস্র রঙ লাগাক।

আগুন, অস্থি, গঙ্গাজল, বৃষ্টি, যা কিছু সবুজ ও সহজ, যা কিছু মিষ্টি,
তারা পাশাপাশি বিরাজ করুক তোমার মননে।

সুপর্ণা, নিয়ম মানো ও ভাঙো একইসাথে।
পড়ে যেতে যেতে উঠে দাঁড়াও, উঠতে উঠতে জিরিয়ে নাও খাদের ধারে বসে।
অভিমানের কপালে চুমো খাও, অপমান কে হাত ধরে টেনে নিয়ে বসাও শলতেটির ঠিক পাশে।

তারপর আগুন জ্বালো।
পৃথিবী বহুদিন আগ্নেয়গিরি দেখেনি।

- অন্তরা (২০ সেপ্টেম্বর, ২০১৯)

--

--

Antara Kundu
Antara Kundu

No responses yet