|| গল্পছলে ||

Antara Kundu
1 min readMar 26, 2019

--

Self-created, more than a decade back

বুকের ভেতর জোঁকের বাসা,
জোঁক সারাদিন রক্ত খোঁজে,
মনের কোনে ঝরছে পাতা,
জোঁক ঘোরে তার বড্ড কাছে।

সেই কবেকার গঙ্গাফড়িং
নদীর ধারে সবুজ ঘাসে
এক লাফেতে দুই লাফেতে
পেরিয়েছিলো অনায়াসে
অনেক যোজন, হিসেববিহীন।
অন্য গ্রহ, অন্য সে দিন।

জীবন জুড়ে রূপকথারা,
সাঁতরে বেড়ায় চুপকথারা।
চিত্রপটে আঁকছি ছবি,
কে বা পাঠক? কেই বা কবি?

একদিন সব থমকাবে ঠিক,
পানকৌড়ি থাকবে ডুবেই,
যা কিছু সব খাঁটি ছিল,
আগলে মুঠোয় থামবো তবেই।

তদ্দিন দাঁড়-নৌকো থাকুক।
কালবোশেখীর সন্ধ্যে এলে,
পাখির বাসায় ঘুমোয় যারা
পাতার ছাওয়ায় সুস্থ থাকুক।

--

--

Antara Kundu
Antara Kundu

No responses yet