।। আগুন, তোমাকে ।।

Antara Kundu
1 min readMar 22, 2020

--

আগুন, তোমাকে ছুঁয়েছি বহু জন্ম আগে,
তখন আমি পবিত্র ঋষি কন্যা,
সরযূ নদীর তীরে ঘর,
শৃঙ্খলেই গৌরব বলে জানি।

আগুন, তুমি এসে ঘাস পোড়ালে, বাস পোড়ালে,
তখন আমি ভ্রান্ত তপস্বিনী,
পুড়ছে কুটির, খুঁজছি আমার ঘর,
কালো নয় যা, তা সাদা বলে জানি।

আগুন, তুমি ছাই ফেলে রেখে গেলে,
তখন আমি মরতে শিখে গেছি,
মনের মাঝে স্বয়ংক্রিয়ের ঘর,
সব শেকলেই ফাঁস লাগে তা জানি।

আগুন, তারপর কত বিবর্তনের ঢেউ,
তখন আর নই যুদ্ধপটে একা,
দোসর-আমি বাঁধছি চাঁদের ঘর,
গড়তে হলে ভাঙতেও হয় জানি।

তোমাকে ছুঁয়েছি বহু জন্ম আগে,
আগুন, এখন তোমায় শিরায় বহন করি,
ফাগুন তাপে উষ্ণ রাখি ঘর,
আমি দ্বগ্ধ করে মুগ্ধ করতে জানি।

- অন্তরা, ২২ মার্চ ২০২০

--

--

Antara Kundu
Antara Kundu

No responses yet